দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুদ্ধবিমানে সওয়ার হলেন রাজনাথ সিং; দেখুন ভিডিও!

Spread the love

ভিডিও সৌজন্যে- (এএনআই)

পরনে G -সুট , মাথায় সাদা হেলমেট ৷ সঙ্গে রয়েছে একটি অক্সিজেন মাস্ক। দেশের প্রতিরক্ষামন্ত্রী তেজসের সিঁড়ি চড়ছেন ৷ পাইলটের ঠিক পিছনের সিটে শক্ত করে সিটবেল্টটি বাঁধলেন ৷ বদ্ধপরিকর মুখে তখন দৃঢ়তার হাসি ৷ দেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে যুদ্ধবিমানে সওয়ার হলেন রাজনাথ সিং৷

বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে আকাশে উড়লো তেজস ৷ উড়ান শেষে আধ ঘণ্টা পর অবতরণ ৷ বেঙ্গালুরুর HAL এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস ৷ উড়ানের আগে LCA তেজসের চালক ও বায়ুসেনার আধিকারিকরা প্রতিরক্ষামন্ত্রীকে বিমান ও তার উড়ান সম্পর্কিত বিষয়ে যাবতীয় বিষয়ে গাইড করছিলেন ৷

উলেখ্য, গত শুক্রবার, দেশের প্রথম যুদ্ধবিমান হিসেবে গোয়ায় সফলভাবে অবতরণ করে তেজস ৷ নৌবাহিনীতেও এই বিমানটিকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে ৷ যা একটি বড় পদক্ষেপ ৷ ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় তেজসের অন্তর্ভুক্তি হয়েছে ৷ প্রাথমিকভাবে, হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের (HAL) কাছে ৪০টি তেজস বিমান তৈরির বরাত দিয়েছে ভারতীয় বায়ুসেনা। গতবছর, ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ৮৩ নম্বর ব্যাচের তেজসের বরাত দিয়েছিল বায়ুসেনা।

এদিন তেজস সফর শেষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই উড়ান আরামদায়ক। আমি খুব উপভোগ করেছি। HAL, DRDO ও এর সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকে অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটা স্তরে পৌঁছে গেছি, যেখানে গোটা বিশ্বকে যুদ্ধবিমান রপ্তানি করতে পারবো।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*