ভারতের মূলের সঙ্গে যাঁদের যোগ আছে তাঁদের সুবিধার জন্য এই নাগরিকত্ব বিল। ঝাড়খণ্ডে পাঁচ দফা ভোটের প্রচারে গিয়ে এই কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাগরিকত্ব বিলে মুসলমানরা আদৌ বর্জনীয় নয়। যাঁরা এই কথা প্রচার করছেন তাঁরা যে সত্যি কথা বলছেন না এই বিষয় স্পষ্ট করেন তিনি।
রাজনাথ সিং বলেন, “নাগরিকত্ব (সংশোধন) বিল তাঁদের জন্য আনা হচ্ছে যাঁদের শিকড় ভারতে রয়েছে ৷ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যাঁরা অবস্থান করছেন বা রয়েছেন তাঁরাই এই বিলের আওতাভুক্ত হবেন। সেসব দেশে যাঁরা ধর্মীয় কারণে নির্যাতিত হচ্ছেন, আমরা তাঁদেরই শুধুমাত্র নাগরিকত্ব দিচ্ছি। “
রাজনাথ সিং আরও বলেন, “পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। যাঁরা ইসলামকে বিশ্বাস করেন ধর্মীয় পরিচয়ের জন্য তাঁদের সেখানে নির্যাতনের মুখোমুখি হতে হয় না। কিন্তু এই অবস্থা অন্যদের নয়। নাগরিকত্ব বিল ভারতীয় বংশোদ্ভূত খ্রিশ্চানদের জন্যও প্রযোজ্য হবে ৷”
রাজনাথ সিং আরও বলেন, “পাকিস্তান, আফগানিস্তান,বাংলাদেশে মুসলমানরা সেসব দেশে অন্য কারণে নির্যাতনের সম্মুখীন হতে পারেন, ধর্মীয় কারণে নয়। যদি তাঁদেরও এই বিলের আওতায় আনা হয় তাহলে সবাই জানতে চাইবেন তাঁরা এখানে এলেন কেন !”
নির্বাচনে জেতার জন্যই বিজেপি এই CAB আনছে বলে বিরোধীরা প্রচার করছে ৷ তার বিরোধিতা করে রাজনাথ বলেন, “প্রতিটি সিদ্ধান্তকে নির্বাচনের সাথে যুক্ত করা উচিত নয়। NRC-কে CAB-র সাথে যুক্ত করা উচিত নয়। NRC-র মাধ্যমে আমরা জানতে চাই যে ভারতে কত বিদেশি থাকে ৷”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NRC-র বিরোধিতা করেছেন। এই প্রসঙ্গে রাজনাথ বলেন, “আমরা তাঁদের কাছে আবেদন করব এবং আশা করব তাঁরাও NRC বাস্তবায়িত করবেন। আমরা কখনও মেরুকরণের রাজনীতি করিনি, অন্য দলগুলি এটা করে ৷”
Be the first to comment