গালওয়ান সংঘর্ষের পর কেটে গেছে এক মাস। সাম্প্রতিক ঘটনা অনুযায়ী, লাদাখে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে দু’দেশের তরফে। গালওয়ান থেকে সেনা সরাচ্ছে চিন। এই পরিস্থিতিতে গালওয়ান সংঘর্ষের ঠিক এক মাস পর লাদাখ সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঘুরে দেখলেন লাদাখের স্টাখনার সেনা ছাউনি। হাতে অস্ত্র তুলে ঝালিয়ে নিলেন পরিস্থিতি।
দু’দিনের সফরে আজ সকালে শ্রীনগর পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী। সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত ও সেনা প্রধান এম এম নারাভানে। আজ গোটা দিন লাদাখ পরিদর্শনে রয়েছেন তাঁরা। এরপর আগামীকাল রয়েছে জম্মু ও কাশ্মীর সফর।
প্রতিরক্ষা মন্ত্রীর সফর ঘিরে আগে থেকেই প্রস্তুত ছিল ভারতীয় সেনা। লাদাখে তিনি পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান সেনা আধিকারিকরা। পরে বিমান থেকে প্যারাশুট বেঁধে নামা-সহ ভারতীয় সেনার একাধিক মহড়া দেখেন তিনি।
সীমান্তে কত সেনা মজুত রয়েছে। কী কী অস্ত্র রয়েছে তাঁদের কাছে। কত অস্ত্র দরকার সে-সব খতিয়ে দেখেন প্রতিরক্ষা মন্ত্রী। খোঁজ নেন গালওয়ান সংঘর্ষে জখম সেনাদেরও । সেনা সূত্রে জানা গেছে, পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি সেনা আধিকারিকদের সঙ্গে কথাও বলবেন।
গালওয়ান সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ জুলাই লাদাখ সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎই সে সফর বাতিল হয়। তাঁর পরিবর্তে ওই সময়ে লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী। যে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।
Be the first to comment