এর আগেও একাধিকবার সীমান্তে ভারত ও চিন সেনা মুখোমুখি হয়েছে ৷ চিন আগ্রাসী মেজাজ দেখিয়েছে ৷ ভারতও জবাব দিয়েছে ৷ কিন্তু এবারে পরিস্থিতি একেবারে অন্যরকম ৷ তবে ভারত যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি ৷ মঙ্গলবার লোকসভায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিবৃতিতে একথাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷
রাজনাথ সিংয়ের বিবৃতির পরেই লোকসভা থেকে ওয়াক-আউট করে কংগ্রেস ৷ তিনি বলেন, ‘এর আগেও সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে তা মিটে গিয়েছে৷ কিন্তু এ বছর পরিস্থিতি একেবারে আলাদা ৷ তবে ভারত শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে বদ্ধপরিকর৷ লাদাখ সীমান্তে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার চিন বেআইনি ভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে ৷
তবে আমি নিশ্চিত করতে চাই, আমাদের বাহিনীর উত্সাহ ও উদ্দীপনা তুঙ্গে৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ প্রধানমন্ত্রীর লাদাখ সফর দেশবাসীকে বার্তা দিয়েছে, সেনাবাহনীর সঙ্গে রয়েছে গোটা দেশ ৷
ভারতীয় সেনার উচ্ছ্বসিত প্রশংসা করে রাজনাথ বলেন, ‘আমাদের জওয়ানরা বেজিংকে উপযুক্ত জবাব দিয়েছে। গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ জওয়ানের মৃত্যু হয়েছে। কিন্তু চিনের পক্ষে তার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আবার যেখানে সংযম দেখানোর দরকার, জওয়ানরা সেখানে সংযম ও ধৈর্য দেখিয়েছে। এই শৃঙ্খলা ও শৌর্যের জন্য শুধু সংসদ নয়, সারা দেশবাসীর ভারতীয় সেনার পাশে দাঁড়ানো উচিত।’
Be the first to comment