বৃহস্পতিবারই রাজ্যে এসেছিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর সভার একদিন পরেই শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনায় পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী রাজ্যের একাধিক জায়গায় পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নেবেন স্মৃতি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার একটি রোড শো করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্য BJP-র মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পল এবং BJP নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্যের মহিলা সুরক্ষা সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে পারেন তিনি, মনে করছে রাজ্য রাজনৈতিক মহলের একাংশ। দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও ভোজের হাটে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন এই কেন্দ্রীয় মন্ত্রী। মধ্যাহ্নভোজ সারবেন এক BJP কার্যকর্তার বাড়িতে।
প্রসঙ্গত, আজ রাজ্যে আসতে চলেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন বালুরঘাটে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে ৭ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী- শাহ জুটির ম্যাজিক কাজ করবে বঙ্গেও, আশাবাদী রাজ্য BJP নেতৃত্ব। প্রধানমন্ত্রীর সভার আগে রাজ্যে আসছেন একাধিক কেন্দ্রীয় হেভিওয়েট নেতা। মোদীর সভার আগে ভোট প্রচারে জোর বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এদিকে, গতকালই রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন জে পি নাড্ডা। তিনি বলেছিলেন, ‘কাটমানি, তোলাবজি থেকে বাংলাকে রক্ষা করতে হবে। বেআইনিভাবে কয়লা পাচার বন্ধ করা হবে। কাটমানি থেকে বাঁচিয়েই বাংলার উন্নয়ন করা হবে। কাটমানিমুক্ত সংস্কৃতি গড়া হবে।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতায় এসেই ৭ম বেতন কমিশন চালু করা হবে।’
Be the first to comment