ভারত-চিন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ভুত পরিস্থিতিতে সমাধানের রাস্তা খুঁজতে লাদাখে দু’দিনের সফরে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ রবিবার তিনি লাদাখে পৌঁছান ৷ আজ সেখানে বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) নির্মিত ৬৩ ইনফ্রা প্রজেক্টের উদ্বোধন করেন ৷
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিআরও-র ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের উন্নয়নের সঙ্গে যোগাযোগের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ৷ দেশের বিভিন্ন জায়গার মধ্যে যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে বিআরও খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা নিয়েছে ৷” লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার ব্যাখ্যা দিয়ে বলেন, “অন্য অনেক কারণের মধ্যে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের অভাবও লাদাখে জঙ্গি কার্যকলাপের একটি কারণ ৷ তাই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে ৷ এখানে বিনিয়োগ করা আর পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলি পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার ৷”
সম্প্রতি জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র ৷ ২৪ জুন জম্মু-কাশ্মীরের ১৪ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ৷ এরপর ১ জুলাই কার্গিলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় সরকারের ৷ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন একটি সময়ে রাজনাথ সিং জম্মু-কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর মনোভাবের কথাও জানান ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী চান এবার দ্রুত জম্মু-কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হোক ৷ প্রধানমন্ত্রী ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ খুব শিগগিরি তিনি কার্গিলের নেতাদের সঙ্গেও কথা বলবেন ৷”
Be the first to comment