তৃণমূল নেতাদের প্রথমে জোড় হাতে অনুরোধ করা হয়েছিল, তাঁরা শোনেননি; বললেন রাজনাথ সিং

Spread the love
শিলচরে তৃণমূলের সাংসদ-বিধায়কদের ‘নিগ্রহ’ নিয়ে শুক্রবার সংসদের অধিবেশন বসার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।  তার পরে দুপুর নাগাদ রাজ্যসভায় ওই ঘটনা নিয়ে বিবৃতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, তৃণমূল নেতাদের প্রথমে জোড় হাতে অনুরোধ করা হয়েছিল। তাঁরা শোনেননি। ধাক্কাধাক্কিতে কয়েকজন মহিলা পুলিশকর্মীই চোট পেয়েছেন।
অসমের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে তিনি বলেন, আপাতত খসড়া তালিকা প্রকাশিত হয়েছে । চূড়ান্ত তালিকা তৈরির সময় কারও বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হবে না। কাউকে অকারণে হেনস্থাও করা হবে না। একইসঙ্গে তিনি বলেন, তালিকা তৈরির প্রক্রিয়া ছিল স্বচ্ছ। সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে।
পরে তিনি আশ্বাস দেন, আমি সবাইকে নিশ্চয়তা দিতে চাই, একজন ভারতীয়ও চূড়ান্ত পঞ্জি থেকে বাদ পড়বেন না। যাঁরা জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়বেন, তাঁদের ওপরেও কেউ অত্যাচার করবে না।
বিরোধীদের একহাত নিয়ে রাজনাথ বলেন, তাঁরা ভয়ের বাতাবরণ তৈরি করতে চান। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চান। তাঁর কথায়, চূড়ান্ত তালিকা তৈরির সময় সবাই নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন।  তাঁদের থেকে কিছু কেড়ে নেওয়া হবে না

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*