‘বড় জোর ৩ বছরের মধ্যেই নকশাল মুক্ত হবে ভারত’; ঘোষণা করলেন রাজনাথ সিং

Spread the love
 এক-দুই-বড় জোর তিন বছর। এর মধ্যেই ভারত হবে নকশাল মুক্ত দেশ। সমস্ত উগ্র বাম শক্তিকে নির্মুল করা হবে। র‍্যাপিড অ্যাকশন ফোর্সের একটি অনুষ্ঠানে প্রত্যয়ের সঙ্গে নকশাল মুক্ত দেশ গড়ার কথা ঘোষণা করলেন গৃহমন্ত্রী রাজনাথ সিং।
রবিবারের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কয়েক বছর আগেও দেশের ১২৬টি জেলা ছিল নকশাল অধ্যুষিত। এখন সেটা কমে দাঁড়িয়েছে ১০-১২টিতে। খুব শিগগির এই শক্তিকে নির্মূল করা যাবে।” মাওবাদী দমনে সিআরপিএফ-এর অধীনস্ত বাহিনী র‍্যাফের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ।
এদিন র‍্যাফের ২৬ তম উদয় দিবসের প্যারেডে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খোলেন কাশ্মীর প্রসঙ্গেও। তিনি বলেন, “কাশ্মীরে সেনাবাহিনীর সৌজন্যেই বহু তরুণ জঙ্গিদের খপ্পড় থেকে ফিরে এসে স্বাভাবিক জীবন যাপন করছেন। তরুণ প্রজন্ম যাতে কোনও ভাবে উগ্রপন্থী শক্তির হাত না ধরে সে ব্যাপারে সেনাবাহিনীর আরও যত্ন নিয়ে কাজ করতে হবে।”
সম্প্রতি পূর্বভারতের রাজ্য সরকারগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে বাংলায় এসেছিলেন রাজনাথ। বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকেও মাওবাদী দমন নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থান জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ দিন আরও একবার তাঁর কথায় উঠে এল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে অতি বাম শক্তির বিপদ প্রসঙ্গ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*