যে দল একসময় অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে হিন্দুদের এক বড় অংশের ভাবাবেগ জাগিয়ে তুলেছিল, সেই বিজেপির মন্ত্রী রাজনাথ সিংকে মন্দির নিয়েই অস্বস্তির মধ্যে পড়তে হল রবিবার। এদিন লখনউয়ে এক জনসভায় তিনি যখন ভাষণ দিচ্ছেন, তখন উপস্থিত জনতা চিৎকার করে তাঁকে থামিয়ে দেয়। তারা বলে, রামমন্দির কবে বানাবেন, তাই আগে বলুন। যে দল রামমন্দির বানাবে আমরা তাদেরই ভোট দেব।
কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনাথ সিং নিজে লখনউয়ের সাংসদ। শহরে যুব কুম্ভ মেলায় তিনি ভাষণ দিচ্ছিলেন। মাঝখানে উত্তেজিত জনতার চিৎকারে তিনি চার মিনিট চুপ করে থাকতে বাধ্য হন। জনতা স্লোগান দিতে থাকে, যো মন্দির বানায়েগা ভোট উসি কো জায়েগা। অর্থাৎ রামমন্দির যারা বানাবে, ভোট পাবে তারাই। জনসভার উদ্যোক্তারা মানুষকে অনুরোধ করেন, দয়া করে চুপ করুন। মন্ত্রীর কথা শুনুন। রাজনাথও বলেন, সবাই চুপ না করলে আমি ভাষণ শুরু করব না।
পরে উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য রাজনাথ বলেন, পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা রামমন্দির নির্মাণ ঠেকাতে পারে।
এর আগে যুব কুম্ভ উদ্বোধন করতে গিয়ে হেনস্তা হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁকে ঘিরেও উত্তেজিত জনতা স্লোগান দিতে থাকে। তিনি বলেন, স্লোগান দিয়ে লাভ হবে না। রামমন্দির নির্মাণ যদি কেউ করে তো আমরাই করব। তাঁর কথায়, রামমন্দির কা নির্মাণ আগর কোই করেগা তো ওহ হাম হি করেঙ্গে। কোই দুসরা নেহি করেগা।
পরে তিনি বলেন, ভারত একটাই দেশ। তার একটাই সংস্কৃতি। এখানে অনেক ভাষা, জাত, খাদ্যাভ্যাস থাকতে পারে। রাজনৈতিক মতাদর্শও পৃথক হতে পারে। কিন্তু দেশের সংস্কৃতি হল হিন্দু সংস্কৃতি। আমাদের সকলেরই সেজন্য গর্বিত হওয়া উচিত।
নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমালোচনা করে যোগী বলেন, যারা মনে করে রাম ও কৃষ্ণ কেবল পৌরাণিক চরিত্র, এখন তারা নিজেদের পৈতে দেখাচ্ছে, গোত্র বলছে। এভাবে তারা মানুষকে ভুল বোঝাতে চায়।
তিনি বলেন, আমরা বুঝি, কীভাবে এই ষড়যন্ত্র হয়েছে। অনেকে কেবল দেশের নেতিবাচক দিকগুলি তুলে ধরতে চায়। তারা চায় দেশের সংহতি নষ্ট করতে। সর্বস্তরেই এই ষড়যন্ত্র হচ্ছে। তার বিরুদ্ধে সতর্ক থাকা প্রয়োজন।
গত কয়েক মাস ধরে কংগ্রেস প্রচার চালাচ্ছে, ভোট এলেই বিজেপি রামমন্দিরের কথা তোলে। আসলে তাদের উদ্দেশ্য মন্দিরের কথা বলে হিন্দুদের ভোট পাওয়া। এমনকী বিজেপির দীর্ঘকালের মিত্র শিবসেনার মুখেও ওই অভিযোগ শোনা যায়। তার পরেই রবিবার যুব কুম্ভে জনতা রাজনাথ ও যোগীকে প্রশ্ন করে, রামমন্দির তৈরি হবে কবে?
Be the first to comment