কেন্দ্রীয় মন্ত্রীদের আলপটকা মন্তব্য বরাবরই মোদি সরকারকে বেকায়দায় ফেলেছে ৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ তাঁর কথায়, স্বাধীনতার আগেই দেশে রাজনীতি শুরু হয়েছে রাম এবং কৃষ্ণের হাত ধরে ৷
একটি অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের জন্য লখনউ সফরে গিয়েছেন রাজনাথ সিং ৷ সেখানেই একটি মঞ্চের অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়েই এমন বেফাঁস মন্তব্য করে বসেন ৷ তিনি বলেন, রাম রাজ্য তৈরি করার লক্ষ্যে রাম এবং কৃষ্ণ রাজনীতিতে প্রথম পা রেখেছিলেন ৷ পাশাপাশি শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাশ্মিরী পণ্ডিতদের বিষয়টিরও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ৯০ এর দশকে কাশ্মীর থেকে ৬০ হাজারেরও বেশি হিন্দু পালিয়ে গিয়েছিলেন ৷ ফের তাদের পুনর্বাসনের পক্ষেই সওয়াল করেছেন তিনি ৷ রাজনাথ সিং বলেন, পুনর্বাসনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র মুফতি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে ৷
অন্যদিকে, নরেন্দ্র মোদীর চিন সফরের বিষয়টি নিয়েও এদিন মন্তব্য করেন রাজনাথ ৷ তিনি বলেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এমন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ডোকলামের পর দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে যায় ৷ সেই কারণে সম্পর্ক মজবুত করতেই বিদেশ সফর করছেন তিনি ৷
Be the first to comment