লালচাঁদ রাজপুত জিম্বাবোয়ের নতুন কোচ

Spread the love

জিম্বাবোয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। মার্চে জিম্বাবোয়ের প্রাক্তন পেসার হিথ স্ট্রিককে কোচের পদ থেকে সরিয়ে দেয় জিম্বাবোয়ের ক্রিকেট সংস্থা। কারণ জিম্বাবোয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি।
লালচাঁদ রাজপুত ভারতীয় জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তবে মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে রাজপুত বরাবর বড় নাম।
এছাড়াও রাজপুত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ কাম ম্যানেজার ছিলেন তিনি। এবং অস্ট্রেলিয়ায় ২০০৮-এ কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। শুধু তাই নয় ২০১৬-তে আফগানিস্তানের কোচ হয়েছিলেন ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যান। আফগান ক্রিকেটের এই উত্থানে লালচাঁদ রাজপুতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটা সময় ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়েও ছিলেন রাজপুত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*