শুক্রবার রাজ্যসভার ২৫টি আসনে নির্বাচন। এদিন সকাল ৯’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিকেল ৫টার পর থেকে ভোট গণনা শুরু হবে। সন্ধ্যের দিকে জয়ী সদস্যদের নাম ঘোষণা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এপ্রিল মাসেই রাজ্যসভার ৫৮ সদস্যের মেয়াদ শেষ হবে। এরমধ্যে দশটি রাজ্য থেকে ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। বাকি ৬’টি রাজ্যের ২৫টি আসনে ভোটগ্রহণ হবে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলাঙ্গানা, এই ছ’টি রাজ্যের ২৫টি আসনে ভোট। এছাড়াও আগামী মাসে রেখা, সচিন তেন্ডুলকর ও সমাজকর্মী অনু আগার মেয়াদ শেষ হতে চলেছে।
উল্লেখ্য, ১৮টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। এদের মধ্যে রয়েছেন অনিল বালুনি, ছত্তিশগড়ের বিজেপি সভাপতি সরোজ পান্ডে। হিমাচল প্রদেশ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। উত্তরপ্রদেশ থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিহার থেকে মনোনয়ন জমা দিয়েছেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিকে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অভিষেক মনু সিংভি। তাঁকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস।
Be the first to comment