শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষকে ৷ জানা গিয়েছে, ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাত থেকেই ভর্তি আছেন তাঁরা। শনিবার সকালে তাঁদের দু’জনকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি হাসপাতালে আসেন সকাল ১০টা ১০ মিনিটে ৷ প্রায় আধ ঘণ্টা থাকার পর হাসপাতাল থেকে ১০টা ৪০ নাগাদ বেরিয়ে যান তিনি।
তবে হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ উপাচার্যর সঙ্গে রাজ্যপাল প্রায় ১৫ মিনিট কথাবার্তা বলেন। এরপর ৫ মিনিট তিনি সহ-উপাচার্যর সঙ্গে কথা বলেন। চিকিৎসক আর কে দত্তর সঙ্গেও কথা বলেছেন তিনি। রাজ্যপাল চিকিৎসকের কাছে তাঁদের দু’জনের শারীরিক অবস্থার কথা জানতে চান। সেদিনের ঘটনার জেরে উপাচার্য কোনও রকম চোট পেয়েছিলেন কি না সে বিষয়ও জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কেন্দীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে গন্ডগোলের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য ৷ রাতে তাঁদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ বিকেলেই তাঁদের দু’জনকে ছাড়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক ৷ এছাড়াও চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত সাতদিন সুরঞ্জনবাবুকে বিশ্রাম নিতে হবে ৷
Be the first to comment