রাজ্যের আসন্ন উপনির্বাচন শান্তিতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ অন্যদিকে গত লোকসভা নির্বাচনে অশান্তি নিয়ে রাজ্যের সমালোচনা করলেন তিনি। বৃহস্পতিবার সেন্ট্রাল অ্যাভিনিউতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যপাল ৷ এদিন ছিল বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মদিন ৷ সারা দেশ জুড়ে পালিত হল তাঁর জন্মদিন ৷ এই রাজ্যেও একটি অনুষ্ঠানে রাজ্যপাল হাজির ছিলেন ৷ বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে রাজ্যপাল রাজ্যের ভোট নিয়ে মন্তব্য করেন ৷ তিনি বলেন, আমি আশা করব আগামী উপনির্বাচনগুলি শান্তিতে হবে। এই রাজ্যের মানুষ ভোটে হিংসা চান না ৷ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক ৷
পাশাপাশি নাম না করে রাজ্য সরকারের ফের সমালোচনা করেন রাজ্যপাল ৷ লোকসভা নির্বাচনে অশান্তি ও রক্তপাতের প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, লোকসভা ভোট থেকে শিক্ষা নিক রাজ্য। আসন্ন উপ নির্বাচন শান্তিপূর্ণ হোক ৷ গত লোকসভা নির্বাচনের সময় এরাজ্য সম্বন্ধে সারা দেশে যে ধারণা তৈরি হয়েছিল, আশা করি আসন্ন নির্বাচনে তার থেকে বেরিয়ে আসতে পারব আমরা।
গতকাল কাশ্মীরে জঙ্গিহানারও নিন্দা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। জঙ্গিহানায় বাংলার ৬ শ্রমিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেন তিনি ৷ গত বুধবার ট্যুইটে কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল ৷ ট্যুইটে তিনি জানান, আমি দুঃখিত ও মর্মাহত ৷ নৃশংস খুনের নিন্দার ভাষা নেই ৷ কাপুরুষোচিত আক্রমণ জঙ্গিদের ৷ এরা মানবতার শত্রু ৷ এই ঘটনায় সকলের নিন্দা করা উচিত৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার কাশ্মীরের কুলগামে ভয়াবহ জঙ্গিহামলায় প্রাণ গিয়েছে পশ্চিমবঙ্গের পাঁচ জওয়ানের। সেই ঘটনায় আরও একজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷
Be the first to comment