মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে গেল সিবিআই কর্তার কার্যকালের মেয়াদ বৃদ্ধির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানের মেয়াদ ছিল দু‘বছরের। এবার তা আইনত বেড়ে হল পাঁচ বছর। ফলে মেয়াদ শেষেও দায়িত্বে থাকতে পারেন বর্তমান সিবিআই ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল।
এদিন সংসদের উচ্চ কক্ষে বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ তিনি বলেন, “নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সময়কালে গত ৭ বছরে দুর্নীতির ঘটনা ভীষণভাবে কমে গিয়েছে।” সেই ধারা অব্যাহত রাখতেই এই বিলের প্রয়োজন ছিল।
মঙ্গলবার কেন্দ্রীয় সংস্থার প্রধানের মেয়াদ বৃদ্ধির বিল ধ্বনিভোটে পাশ হয়ে যায় ৷ যদিও তার আগেই ১২ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাসংদরা। কার্যত ফাঁকা ময়দানে বিল পাশ করে কেন্দ্র। এবং তা পাশও হয়ে যায়।
বর্তমান বিলটি ডিসেম্বর মাসের ৯ তারিখে লোকসভায় পাশ হয়। দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২১-এর মাধ্যমে দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট আইন ১৯৪৬-এর সংশোধন করা হল৷ একই সঙ্গে পরিবর্তিত হল দিল্লি স্পেশাল পুলিশ (সংশোধনী) অধ্যাদেশ, ২০২১।
গত ১৪ নভেম্বর এই নিয়েও অধ্যাদেশ জারি করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এই সংশোধনীর মাধ্যমেই ইডি-র প্রধানের কার্যকালের মেয়াদ ২ বছর থেকে বাড়িয়ে সর্বাধিক ৫ বছর হল।
এর আগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সংশোধনী) বিল, ২০২১ ও দিল্লি স্পেশাল পুলিশ এসট্যাব্লিশমেন্ট (সংশোধনী) বিল, ২০২১ নিয়ে বেশ কয়েকটি সংশোধনীর দাবি জানায় বিরোধীরা। যদিও সেই দাবি খারিজ করে দেয় কেন্দ্র ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বাড়ানোর কেন্দ্রর সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী দলগুলি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ও তৃণমূল। কংগ্রেসের তরফে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। অন্য দিকে একই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
Be the first to comment