১২ সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের

Spread the love

১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা ৷ যে ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর মধ্যেও উত্তপ্ত বাক্যালাপ শোনা গেল অধিবেশন কক্ষে ৷ এদিন রাজ্যসভার অধিবেশন শুরু হতেই মল্লিকার্জুন খাড়গে সাংসদদের বহিষ্কার প্রসঙ্গটি তোলেন ৷ যা নিয়ে বাদল অধিবেশন ডেপুটি চেয়ারম্যানের বক্তব্যও তুলে ধরেন তিনি ৷ এর পরেই বিষয়টি নিয়ে নিজের বক্তব্য পেশ করতে গেলে খাড়গেকে বাধা দেন বেঙ্কাইয়া নাইডু ৷ জানান, সংসদ কক্ষে তিনি কোনও বিবৃতি দিতে পারেন না ৷

তবে, রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে চেয়ারম্যানের কাছে ১২ সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্তকে প্রত্যাহারের আর্জি জানান মল্লিকার্জুন খাড়গে ৷ কিন্তু, সেই আর্জি খারিজ করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ৷ এ নিয়ে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে খাড়গে বলেন, গত বাদল অধিবেশনের তিক্ত অভিজ্ঞতা এখনও আমাদের অধিকাংশকেই আতঙ্কিত করে ৷ আমি আশা করেছিলাম হাউসের শীর্ষ নেতৃত্বরা বিষয়টিতে দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করবেন ৷

এর পরেই বেঙ্কাইয়া নাইডু জানান, এমন ঘটনা সংসদ কক্ষে আর ঘটবে না এমন আশ্বাস তিনি পাননি ৷ তাই সাংসদদের বহিষ্কারের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যসভা চেয়ারম্যান ৷ এর পরেই বিরোধী সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে যান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*