“বাংলা হবে বিশ্বসেরা” আজ বিধানসভায় স্বাগত ভাষণে বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এদিন স্বাগত ভাষণে মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর বিশ্বজয় নিয়ে প্রশংসা করেন রাজ্যপাল। রাজ্যপাল ভাষণে বলেন, কলকাতা এখন বিশ্ব সিনেমার অন্যতম প্রদর্শনী। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ রাজ্যে ভাল ফল করছে। তিনি সংখ্যালঘু উন্নয়নের প্রশংসা করেন। ইকোপার্ক নিয়ে রাজ্যপালের প্রশংসা করেন তিনি জানান, রাজ্য সরকারের নিজস্ব সরকারী প্রতিক চিহ্ন রয়েছে।সেটা গর্বের ও আনন্দের বিষয়। বিশ্ববাংলা সামিট সাফল্য মন্ডিত হয়েছে। ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
দার্জিলিং নিয়ে রাজ্যপাল এদিন বলেন, “পাহাড়ের জনসাধারন উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। রাজ্য সরকার, পাহাড়ের নাশকতা মূলক অশুভ শক্তির পরিকল্পনা দমন করে পাহাড়ের শান্তি ও স্বাভাবিক শান্তি ফিরিয়ে এনেছে।
রাজ্যপাল স্বাগত ভাষণে এও বলেন, অর্থনীতির ক্ষেত্রে নোট বাতিল, মূদ্রারহিতকরণের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই, হঠকারী সিদ্ধান্ত নিয়ে পণ্যযপরিষেবা কর চালু করায় নতুন সংকটের মুখে রাজ্য। এই প্রচলনের পর এই অভূতপূর্ব চ্যালেঞ্জ সফল ভাবে গ্রহণ করেছে রাজ্য সরকার।
Be the first to comment