পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দায়িত্ব নিচ্ছেন রাকেশ আস্থানা

Spread the love

কোনও প্রবীণ রাজনীতিকের বদলে অবসরপ্রাপ্ত আইপিএসকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালের পদে দেখা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের অন্দরমহলের খবর, নরেন্দ্র মোদীর আস্থাভাজন বলে পরিচিত রাকেশ আস্থানা রাজ্যপাল পদে দায়িত্ব নিতে পারেন। গুজরাত ক্যাডারের এই আইপিএস অফিসার গত ৩১ জুলাই দিল্লির পুলিশ কমিশনার হিসেবে অবসর নিয়েছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁকে প্রথমে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টরের পদে নিয়োগ করা হয়েছিল।

এরপরে দীর্ঘ দিন সিবিআইয়ের দ্বিতীয় সর্বোচ্চ পদ, স্পেশাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সে সময় পশ্চিমবঙ্গের সারদা, রোজ ভ্যালির মতো ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারির তদন্তেও আস্থানা বিশেষ ভূমিকা নিয়েছিলেন।

মন্ত্রিসভা থেকে বিদায় নেওয়া বিজেপির পোড়খাওয়া নেতা মুখতার আব্বাস নকভির নাম পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জল্পনায় উঠে এসেছিল। আর এক প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নামও এসেছে। কিন্তু সরকারি সূত্রের খবর, কোনও প্রাক্তন আইএএস বা আইপিএস-কে রাজভবনে পাঠানো নিয়ে প্রথম থেকেই চিন্তাভাবনা চলছে। এই সূত্র ধরেই অবসরপ্রাপ্ত আইপিএস কিরণ বেদীর নাম উঠে এসেছিল। চিন্তাভাবনা হয় পশ্চিমবঙ্গ ক্যাডারের দু’-এক জন অবসরপ্রাপ্ত আইপিএস-এর নাম নিয়েও। রাকেশ আস্থানা গত ৩১ জুলাই অবসর নেওয়ার পরে তাঁর নাম নিয়ে চর্চা সবথেকে বেশি। অনেকেরই ধারণা ছিল, দিল্লির পুলিশ কমিশনার পদে তাঁর মেয়াদ বাড়বে। তা না হওয়ায় বিজেপি নেতাদের বিশ্বাস, অন্য গুরুদায়িত্ব অপেক্ষা করছে।

জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দক্ষিণের বিজেপি নেতা, মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে আপাতত পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁকে পাকাপাকি রাখায় আপত্তি নেই পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ স্তরের। তৃণমূলের অভিযোগ ছিল, রাজ্যপাল ধনখড়কে সামনে রেখে কেন্দ্র রাজ্য সরকারকে হেনস্থা করেছে। আস্থানাকে রাজ্যপাল করে পাঠালে মোদী সরকার ফের সেই কৌশলে চলবে, মনে করছেন পর্যবেক্ষকেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*