নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চলেছে বিক্ষোভ ৷ প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে মহাজাতি সদন পর্যন্ত চলে এই মিছিল ৷ নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷
রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি লাগু করা যাবে না ৷ মিছিলের মূল বার্তায় ছিল এটি ৷ সোমেন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শহরজুড়ে নাটক করেন ৷ তাঁর অনুপ্রেরণায় রাজীব কুমার শত অপরাধের পরও পদোন্নতি পায় ৷ কারণ, মুখ্যমন্ত্রী জানেন রাজীব কুমার মুখ খুললে তাঁর মন্ত্রিসভার সমূহ বিপদ ৷
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সঙ্গ ছেড়ে বেরোনোর পরামর্শ দেন বিমান বসু ৷ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গ ছেড়ে বেরোতে পারলে তখন তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷
Be the first to comment