ফের এনডিএ জোটে অনৈক্যের সুর ৷ অস্বস্তি বাড়িয়ে প্রকাশ্যে বিবৃতি দিলেন এনডিএ-র অন্যতম শরিক এলজেপি বা লোকজনশক্তি পার্টি প্রধান তথা কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসোয়ান ৷ এলজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে বিহারে বিজেপি ক্রমশ দলিত সমর্থন হারাচ্ছে সরকারে আসার পক্ষ থেকে বারংবার দলিত সংরক্ষক আইন বা দলিত স্বার্থের ব্যাপার খতিয়ে দেখার অনুরোধ করেও মেলেনি ফল ৷ তাই বেজির উদ্দেশে কার্যত এবার হুঁশিয়ারির পথেই হাঁটলেন তিনি।
আগামী কয়েকদিনের ডেটলাইন দিয়েছেন বিজেপিকে ৷ যদি তার মধ্যে বিজেপি কিছু না করে তাহলে ভাবনা চিন্তা শুরু করতে হবে নতুন করে এমনটাই জানিয়েছেন তিনি ৷ রামবিলাসের এই মোদি বিরোধী পদক্ষেপে জেডিইউ সুরে সুর মিলিয়েছে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশও কুমার কেন্দ্রকে সতর্ক করেছেন ৷
মূলত রামবিলাস পাসোয়ান, লালুপ্রসাদ যাদব, শরদ যাদব প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং-এর নেতৃত্বে দলিতদের স্বার্থে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ৷ কেউ যদি মনে করেন সেই প্রতিবাদ ও প্রতিরোধ শিথিল করবেন আমরা তা মেনে নেবনা কিছুতেই ৷ এতদিন আমরা অনেক ধৈর্য ধরেছি এবার আস্তে আস্তে সেই ধৈর্যের বাঁধ ভাঙছে ৷
Be the first to comment