পাকিস্তান ইস্যুতে কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি নেতা রাম মাধব

Ram Madhav, BJP National General Secretary, at the Indian Express idea exchange in New Delhi on April 7th 2015. Express photo by Ravi Kanojia.
Spread the love
পাকিস্তান ইস্যুতে ফের কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি নেতা রাম মাধব।
মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদপত্রকে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, ‘যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা করছিলেন তখন কংগ্রেস পার্টি হাততালি দিচ্ছিল৷ কিন্তু তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে দেহাতি অওরত বলেছিলেন তখন মোদী এবং আমি মনমোহন সিংয়ের সমর্থনে পাশে ছিলাম৷’
রাম মাধব আরও বলেন, ‘আমাদের মতাদর্শে অখণ্ড ভারত রয়েছে৷ কেউ চেষ্টা করে এক ইঞ্চি জমিও পাবে না কাশ্মীর থেকে৷ সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে তৈরি আমরা৷’
প্রসঙ্গত, মোদীর প্রতি তোপ দেগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান রবিবার বলেন, ‘ভারতের প্রতি ইসলামাবাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াকে যেন তার দুর্বলতা না মনে করা হয়৷ ভারতের অহঙ্কার বর্জন করে শান্তির বার্তা প্রচার করা উচিত৷’
উল্লেখ্য, মুখোমুখি বৈঠক চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকের আবেদন জানিয়ে তিনি চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু কাশ্মীরে রক্তপাতের প্রতিবাদে সেই বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেয় ভারত। এরপরই সুর চড়ান ইমরান। ভারতের কোনও দূরদর্শিতা নেই বলে উল্লেখ করেন তিনি।
এই বৈঠক বাতিলের কথা জানিয়ে দেয় কেন্দ্র। এরপর ট্যুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লেখেন, ‘ভারতের নেতিবাচক উত্তরে আমরা হতাশ। শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আহ্বান জানানো হয়েছিল।” তিনি আরও লেখেন, সারাজীবনে তিনি এমন অনেক ক্ষুদ্র মাপের লোককে দেখেছেন যারা, বড় দফতরের দায়িত্বে থাকেন। তাদের কোনও দূরদর্শিতা থাকে না বলেও উল্লেখ করেছেন ইমরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*