আগামীকাল রামমন্দিরের ভূমিপূজন। ইতিমধ্যেই করোনা সচেতনতায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে অযোধ্যায় নামার পর যেপথে রামমন্দির প্রাঙ্গনে যাবেন সেই পথ স্যানিটাইজ করা শুরু হয়েছে।
আগামীকাল সকাল ৯টা ৩৫-এ দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। লখনউয়ে পৌঁছবেন ১০টা বেজে ৩৫ মিনিটে। সেখান থেকে হেলিকপ্টারে ১১টা ৩০ মিনিটে অযোধ্যায় পৌঁছবেন মোদী। হনুমানগড়িতে পুজো দিয়ে রামমন্দির প্রাঙ্গনে পৌঁছবেন ঠিক ১২টায়। তারপর সাড়ে ১২টায় শুরু হবে ভূমিপূজন।
জানা গেছে মোট পাঁচটি মঞ্চ হয়েছে মন্দির প্রাঙ্গনে। মূল মঞ্চে থাকবেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, মোহন ভগবত সহ রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যানও। বাকি মঞ্চগুলিতে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে বসবেন বাকি অতিথিরা।
Be the first to comment