বুধবার রাম মন্দিরের ভূমি পূজা। তার আগে প্রকাশ্যে এল প্রস্তাবিত সেই রাম মন্দিরের ছবি।রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। ৩০ বছর আগে তৈরি করা ডিজাইন থেকে ২০ ফুট বাড়ানো হয়েছে। মন্দিরে থাকবে ৫ টি ডোম দেওয়া মণ্ডপ ও একটি শিখর।
৩৬০ টি পিলার থাকছে মন্দিরে। পূর্বের ডিজাইনে ২১২ টি পিলার রাখা হয়েছিল।
মন্দির হবে তিন তলা। প্রত্যেকটি সিঁড়ি ১৬ ফুট চওড়া করা হবে। মূল মন্দিরের চারপাশে থাকবে ৪ টি ছোট মন্দির। পাশাপাশি ‘শ্রী রাম’ খোদাই করা ২ লক্ষ ইঁট দিয়ে তৈরি হবে রামের মন্দির। রাজস্থানের বংশী পাহাড়ের পাথর দিয়ে গড়ে উঠবে মন্দির।
রাম মন্দির তৈরি হতে সময় লাগবে সাড়ে ৩ বছর। মন্দির তৈরির জন্য খরচ হবে ৩০০ কোটি টাকা।
Be the first to comment