রামনবমীর পর এবার জন্মাষ্টমী। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন জায়গায় জন্মাষ্টমী পালনের কর্মসূচি নিয়েছে BJP সহ বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এবছর তাদের লক্ষ্য অন্য বছরের তুলনায় জাঁকজমক করে জন্মাষ্টমী পালন। রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছিল। তাই এবার আগে থেকে সক্রিয় প্রশাসন। জন্মাষ্টমীকে কেন্দ্র করে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে, এই মর্মে গোয়েন্দা রিপোর্ট পেয়ে নড়েচড়ে বসলে নবান্ন। এবিষয়ে আগাম সতর্ক থাকার জন্য জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়েছে।
রামনবমীর শোভাযাত্রা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। ভাঙচুর করা হয় বহু বাড়ি ও দোকানে। আগুনও লাগিয়ে দেওয়া হয়। সংঘর্ষের জেরে মৃত্যুর ঘটনাও ঘটে। রানিগঞ্জে অশান্তি নিয়ন্ত্রণে গিয়ে বোমার আঘাতে হাত উড়ে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরির।
গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আ
গতবারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিল নবান্ন। জন্মাষ্টমী পালনকে কেন্দ্র করে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে। এই সম্ভাবনার কথা উঠে এসেছে রাজ্যের গোয়েন্দাদের রিপোর্টে। তাই প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সতর্ক করে দিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠিয়েছে। পাশাপাশি শাসকদলের জনপ্রতিনিধিদের ওই সময় এলাকায় থাকার জন্যও শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর।
এদিকে, অসমে NRC-জেরে তৃণমূল এবং বামেরা BJP-কে ‘বাংলা এবং বাঙালি বিরোধী’ তকমা দিয়ে প্রচারে নেমেছে। আর তাতে বেকায়দায় পড়েছে গেরুয়া শিবির। তাই শুধু জন্মাষ্টমী পালনই নয়, সেপ্টেম্বর মাসে অসমের ধাঁচে এরাজ্যেও NRC চালু করার বিষয়ে প্রচার চালাবে BJP। NRC-র বিরোধিতা করে তৃণমূল যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি খণ্ডন করার পাশাপাশি NRC-র প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হবে প্রচারে।
Be the first to comment