স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে যাবজ্জীবনের সাজা শোনালো সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার ২০০২ সালের সাংবাদিক হত্যা মামলায় রাম রহিম সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিলো পঞ্চকুল্লা বিশেষ আদালত। বর্তমানে রোহতাকের সুনারিয়া জেলে ২০ বছরের কারাবাসে রয়েছেন রাম রহিম।
প্রসঙ্গত, ২০০২ সালে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি মহিলাদের যৌন হেনস্তা নিয়ে রাম রহিমের বিরুদ্ধে একটি সংবাদ প্রতিবেদন লিখেছিলেন। এর কিছুদিন পরেই অক্টোবর মাসে নিজের বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছত্রপতি।
Be the first to comment