ভারতীয় ক্রিকেটে বিষাদের সুর। চলে গেলেন সচিন তেন্ডুলকরের ছোটোবেলার কোচ রমাকান্ত আচরেকর। বিশ্ব ক্রিটেককে অন্যতম সেরা ক্রিকেটার উপহার দিয়েছেন তিনি ৷ তাঁর মৃত্যু খবরে শোকাহত সব মহল ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর ৷ বার্ধক্যজনিত কারণে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি ৷ ১৯৯০ সালে দ্রোনাচার্য পুরস্কারে ভূষিত হন আচরেকর। ক্রীড়াক্ষেত্রে অনস্বীকার্য অবদানের জন্য ২০১০ সালে পদ্মশ্রী সম্মানও পান। মুম্বইয়ের ক্রিকেটে যেন একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।
তবে শুধু সচিনই নয়, মাস্টার ব্লাস্টার ছাড়াও বিনোদ কাম্বলি, অজিত আগরকর, বলবিন্দর সিং সান্ধু, সঞ্জয় বাঙ্গারের মতো ভারতীয় ক্রিকেটের নক্ষত্রদের ছোটবেলার কোচ ছিলেন তিনি। এছাড়াও মুম্বইয়ের দাদরে শিবাজি পার্কে তাঁর কোচিংয়ে একাধিক প্রথম সারির ক্রিকেটার উঠে এসেছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরীক অবস্থার অবনতি হয়েছিল। শেষ পর্যন্ত নতুন বছরের শুরুতেই চলে গেলেন আচরেকর। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতেই জীবনাবসান হয় এই প্রবাদপ্রতিম ক্রিকেট কোচের।
Be the first to comment