মাসানুর রহমান –
বহু বছরের এক ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে হাওড়ার রামরাজাতলার রামবাড়ি। প্রায় ৭৮ বছর বছর ধরে চলে আসছে এই পুজো। হাওড়া মিউনিসিপ্যালিটির মুখ্য ইঞ্জিনিয়ার বসন্ত ভট্টাচার্যই প্রথম এই পুজোর আয়োজন করেন। বিশাল দালান বাড়ির সাথে এক অতি সুন্দর ও একেবারে অন্য এক আদলে তৈরী করা হয়েছে বাড়ির মন্দিরটি। আগে অবশ্য মন্দিরটি ছিলনা। তখন রামমূর্তিটি ছিল সিমেন্টের, পরে মূ্র্তিটিকে অষ্ট ধাতুর করা হয়েছে। বর্তমানে এই রামবাড়ির পুজোর সব আয়োজন ও দায়িত্ব পালন করেন ঈশ্বর সুকুমার ভট্টাচার্য ও শিবশঙ্কর ভট্টাচার্য।
Be the first to comment