এবার বিজেপির হুমকির মুখে ঐতিহাসিক রামচন্দ্র গুহ

Spread the love
রাজনীতির বৃত্তে সরাসরি না থেকেও, বিজেপির কড়া সমালোচক হিসেবে ইতিমধ্যেই পরিচিত তিনি। পেশায় ঐতিহাসিক সেই রামচন্দ্র গুহই এবার বিজেপির হুমকির মুখে। এর কারণ হল, গোমাংস খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পরে অবশ্য সেই পোস্ট তুলে ক্ষমাও চেয়ে নেন রামচন্দ্র।
সম্প্রতি গোয়ায় বেড়াতে  গিয়ে গো-মাংস খান ‘ইন্ডিয়া আফটার গান্ধী’র রচয়িতা রামচন্দ্র গুহ। আর সেই ছবিই টুইটারে  পোস্ট করে দেন। এই ছবির কারণেই তাঁর উদ্দেশে টুইটারেই উড়ে আসে পরপর হুমকি। এই টুইটারে আক্রমণের পাশাপাশি হুমকি ফোনও পেয়েছেন বলে দাবি করেছেন রামচন্দ্র। এর পরেই টুইটটি মুছে দেন তিনি। পরে আরও একটি টুইট করে গোটা ঘটনার ব্যাখ্যাও দেন।
রামাচন্দ্র লেখেন, “পুরনো গোয়ায় একটা মায়াবী সকাল কাটানোর পরে আমরা পানাজিতে এসে দুপুরের খাওয়া সারলাম। আর এটা বিজেপি-শাসিত রাজ্য বলে আমি ভাবলাম, গো মাংস খেয়ে উদযাপন করি।”
এমন কথা লেখার পরেই এক টুইট ব্যবহারকারী লেখেন, উনি এক জন হিন্দু হয়ে গো-মাংস খেয়ে এবং সেটা প্রচার করে  ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন। তাঁর কি  উপযুক্ত  জবাব প্রাপ্য নয়! রামচন্দ্র জানান, এই  টুইট করেছেন আর কে  যাদব নামের এক ব্যক্তি। এছাড়া দিল্লির এক ব্যক্তির কথাও প্রকাশ্যে এসেছে। তিনি রামচন্দ্র এবং তাঁর স্ত্রীকে হুমকি দিয়েছেন বলে  অভিযোগ ঐতিহাসিকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*