অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বড় ফুড পার্ক তৈরি করতে চলেছেন রামদেব

Spread the love
রামদেবের রাজত্ব ক্রমশই বাড়ছে। এবার অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বড় ফুড পার্ক তৈরি করতে চলেছেন তিনি। নাম পতঞ্জলি মেগা ফুড পার্ক। রামদেবের দাবি, এই ফুড পার্কে পাওয়া যাবে ভেজালমুক্ত খাবার ও খাদ্য সামগ্রী। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে ১৭২.৮৪ একর জমির উপর  তৈরি হবে এই বিশাল ফুড পার্ক, খরচ হবে প্রায় ৬৩৪ কোটি টাকা।বৃহস্পতিবারই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রামদেব।  তাঁকে পার্ক তৈরির সম্মতিও দেন এন চন্দ্রবাবু নায়ডু।
পার্ক তৈরির জন্য বিজয়নগরের চিন্নারাওপল্লী গ্রামের ১৭২.৮৪ একর জমি রামদেবকে দিচ্ছে অন্ধ্র প্রশাসন। পার্কের ভিতরেই  থাকবে  কারখানা। যেখানে খাদ্য সমাগ্রী প্রস্তুত হবে। থাকবে ফলের রস তৈরির বিশেষ ব্যবস্থা।যা প্রস্তুত করতে আলাদা করে ৪৫ কোটি টাকা খরচ করে মেশিন আনা হবে। প্রতিদিন সেখানে প্রায় ১৫০০ টন ফলের রস তৈরি হবে। এছাড়াও ঘি,মাখন উৎপাদন থেকে বিক্রি সবটাই থাকছে ফুড পার্কের ভিতরে। পতঞ্জলির বিস্কুট,চকোলেট থেকে গায়ে মাখার সাবান,ক্রিম সবই পাওয়া যাবে।
ফুড পার্কের বিশেষ আকর্ষন হবে মশলা উৎপাদন। যার জন্য আলাদা ভাবে ফুড পার্কের ভিতরেই তৈরি হবে স্পাইস গার্ডেন।থাকছে হিমঘরের ব্যবস্থা। তৈরি খাবার বিক্রি করার কথাও ভাবছে রামদেবের পতঞ্জলি।
বিজয়নগরে পতঞ্জলির সবচেয়ে বড় প্রোজেক্টের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। মেগা ফুড পার্ক হলে কর্ম সংস্থান বাড়বে বলে দাবি রামদেবের। ফুড পার্ক তৈরির পর ৩৩,৪৫০ কর্মী নিয়োগ করা হবে বলে জানান তিনি। শুধু অন্ধ্রপ্রদেশ নয় দেশের বিভিন্ন রাজ্যে পতঞ্জলি মেগা ফুড পার্ক বানাতে চলেছেন রামদেব। ইতিমধ্যেই তাঁকে জমি দিয়েছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ।
জানা যাচ্ছে, পতঞ্জলি মেগা ফুড পার্ক তৈরি করতে রামদেবকে ৯১ একর জমি দিয়েছে যোগী সরকার। যার দ্বিগুন জমি দিয়ে রামদেবকে সন্তুষ্ট করলেন চন্দ্রবাবু নায়ডু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*