কুম্ভমেলায় সাধু-সন্তদের কাছে ধূমপান বর্জনের আবেদন জানালেন রামদেব

Spread the love

কুম্ভমেলা থেকে সাধু-সন্তদের ধূমপান বর্জন করার আবেদন জানালেন যোগগুরু বাবা রামদেব৷ ধূমপান বর্জনের কথা উল্লেখ করে যোগগুরুর প্রশ্ন, সাধু-সন্তরা যদি সবকিছু ত্যাগ করতে পারেন তাহলে ধূমপান কেন ছাড়তে পারবেন না?

উল্লেখ্য, সম্প্রতি প্রয়াগরাজের কুম্ভমেলায় আসেন বাবা রামদেব ৷ সেখানে অনেক সাধুসন্তদের ধূমপান করার দৃশ্য তাঁর চোখে পড়ে ৷ এরপরই তিনি তাদের কাছে ধূমপান ত্যাগ করার আবেদন জানান ৷ যোগগুরু বলেন, আমরা রাম ও কৃষ্ণের অনুরাগী ৷ এরা দু’জনেই জীবনে কখনও ধূমপান করেননি ৷ তাহলে আমরা কেন করব? আমাদের সকলের ধূমপান বর্জন করার সংকল্প নেওয়া উচিত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*