আগামী বছর কোনও সন্ন্যাসীকে যেন ভারত রত্ন সম্মান দেওয়া হয় ৷ এমনটাই জানালেন যোগগুরু রামদেব। জানা গিয়েছে রামদেবের প্রস্তাবের তালিকায় রয়েছে স্বামী বিবেকানন্দের নাম ৷ এক প্রশ্নের উত্তরে সম্প্রতি রামদেব বলেন, ভাবতে আবাক লাগে প্রজাতন্ত্রের সাত দশক অতিক্রান্ত ৷ কিন্তু কোনও সন্ন্যাসী ভারত রত্ন পেলেন না ৷ তাঁর মতে দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দের এই সম্মান পাওয়া উচিত ৷ কেন্দ্রের কাছে রামদেবের দাবি, আগামী বছর যেন কোনও সন্ন্যাসীকে দেশের এই সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয় ৷
এবছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রয়াত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজী দেশমুখকে দেশের সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মান প্রদানের করা হবে বলে জানিয়েছে কেন্দ্র ৷
Be the first to comment