প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রামকৃষ্ণ ঘোষ মণ্ডল প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। শুক্রবার সকাল সাতটা পাঁচ মিনিটে হাওড়ায় নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান এই চিকিৎসক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নব্বই বছর বয়সেও তেমন কোনও রোগ ছিল না। সকালে উঠে চা খেতে চেয়েছিলেন রামকৃষ্ণবাবু। তারপর বুকে ব্যথা অনুভব করেন। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি। বুকে ব্যথা অনুভব করার কিছুক্ষণ পরেই মারা যান চিকিৎসক রামকৃষ্ণ ঘোষ মণ্ডল।
রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী থেকে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন প্রিয়রঞ্জন দাশমুন্সি দুজনেরই অসুস্থতার সময় ডাক পড়েছিলো রামকৃষ্ণবাবুর। তাঁর চিকিৎসায় সেরে ওঠার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ‘জাদুকর’ বলেন রামকৃষ্ণবাবুকে।
তবে ডাক্তারবাবুর কাছে টাকা নয় পরিষেবাই ছিল শেষ কথা। তাই বেশি রোগী দেখতেন না। স্বাধীনতা সংগ্রামেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট চিকিৎসক রামকৃষ্ণ ঘোষ মণ্ডল। হোমিওপ্যাথি চিকিৎসার স্বীকৃতির জন্য জেলেও যেতে হয়েছে তাঁকে।
Be the first to comment