
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সারা ভারতে রামনবমী উৎসব মহা ধুমধামে পালিত হচ্ছে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামের জন্মদিন উপলক্ষে এই বিশেষ দিনে পাঁচটি শুভ যোগের সমন্বয় ঘটেছে, যা শুভক্ষণের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। ভক্তরা আচার-অনুষ্ঠান, পূজা, আরতি ও মন্ত্রপাঠের মাধ্যমে পুরুষোত্তম রামের প্রতি ভক্তি নিবেদন করছেন। হিন্দুদের কাছে রামনবমী অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভগবান রামের জন্মতিথি উদযাপন করতেই এই বিশেষ তিথি পালন করা হয়।
এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সূর্য তিলক। প্রতি বছরই সূর্যের রশ্মি দিয়ে রাম লালা মূর্তির প্রতীকী অভিষেক করা হয়ে থাকে। এবারেও তার অন্যথা হল না। এই পবিত্র আচারকে সূর্যের আশীর্বাদের প্রতীক বলে ধরে নেওয়া হয়।
রীতি অনুযায়ী যেহেতু রামচন্দ্র সূর্যবংশী রাজবংশের বংশধর তা নিয়ে সূর্য তিলকের আয়োজন করা হয়। এই তিলকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু সূর্যের শক্তিকে সম্মান করা হয় না, রামের মধ্যে সূর্যের যে তেজ, সহ্যক্ষমতা, শক্তির প্রতীককে তুলে ধরা হয়। এই সূর্য তিলকের সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান। সূর্যের রশ্মি, লেন্স এবং আয়নার সুনির্দিষ্ট বিন্যাসের মাধ্যমে রাম লালা মূর্তির কপালে তিলক পরিয়ে দিয়ে যায়। সূর্য যখন মধ্যগগনে তখন এই রশ্মি রামলালার কপাল স্পর্শ করে। রামনবমীর দিন দুপুর ঠিক ১২ টায় এই পবিত্র তিলকের অনুষ্ঠান করা হয়। পুরো প্রক্রিয়াটি প্রায় পাঁচমিনিট ধরে চলে।
#WATCH | ‘Surya Tilak’ illuminates Ram Lalla’s forehead at the Ram Janmabhoomi Temple in Ayodhya, on the occasion of Ram Navami
‘Surya Tilak’ occurs exactly at 12 noon on Ram Navami when a beam of sunlight is precisely directed onto the forehead of the idol of Ram Lalla, forming… pic.twitter.com/gtI3Pbe2g1
— ANI (@ANI) April 6, 2025
Be the first to comment