বিশেষ প্রতিনিধি,
খড়গপুর আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি৷ আগামী ২০ জুলাই খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে চলেছে প্রতিষ্ঠানটির ৬৪ তম সমাবর্তন অনুষ্ঠান। আইআইটি কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানটি হবে আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ভিতর টেগোর ওপেন এয়ার থিয়েটারে।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবন থেকে আইআইটির অনুষ্ঠানে রামনাথা কোবিন্দের আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে।
প্রায় ২৪০০ ছাত্রছাত্রী ওই সমাবর্তন অনুষ্ঠান থেকে সরকারিভাবে ‘ডিগ্রিপ্রাপ্ত’ হবে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এছাড়া, এই অনুষ্ঠানে সম্মান জানানো হবে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদেরও।
বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, শিক্ষা এবং শিল্পক্ষেত্রে তাঁদের প্রভাব ও অবদান বিচার করে কয়েকজন বাছাই করা প্রাক্তন ছাত্রকে ওই সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলে দেওয়া হবে ‘ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ড’।
এই দেশের সবথেকে পুরনো ও বৃহত্তম আইআইটি হল আই আই টি খড়গপুর। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয় ভারত তথা বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটি।
Be the first to comment