রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম প্রাণভিক্ষার আবেদন নাকচ করলেন রামনাথ কোবিন্দ

Spread the love
সাত জনকে পুড়িয়ে মারার ঘটনায় মৃত্যদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই ছিল তাঁর কাছে প্রথম প্রাণভিক্ষার আবেদন। সঙ্গে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে আর কোনও প্রাণভিক্ষার আবেদন পড়ে নেই।
২০০৬ সালে বিহারের বৈশালি জেলার রামপুর শ্যামচাঁদ গ্রামে একটি মোষ চুরির ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত থাকার অভি‌যোগে মোষের মালিক বিজেন্দ্র মাহাতো প্রতিবেশী জগত রাই, ওয়াজির রাই, অজয় রাইয়ের বিরুদ্ধে অভি‌যোগ আনেন। এরপরই অভি‌যোগ তুলে নেওয়ার জন্য বিজেন্দ্রকে চাপ দিতে থাকে জগত রাই। এরপর এক রাতে বিজেন্দ্রের বাড়িতে আগুন লাগিয়ে দেয় জগত রাই। ওই ঘটনায় মারা ‌যান বিজেন্দ্র মাহাতর ৫ সন্তান ও স্ত্রী। পরে মৃত্যু হয় বিজেন্দ্রর।
ওই ঘটনায় স্থানীয় আদালত জগত রাইকে মৃত্যুদণ্ড দেয় স্থানীয় আদালত। হাইকোর্ট পেরিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ২০১৩ সালে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। তার পরেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে জগত রাই। সেই আবেদনই নাকচ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*