ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিদেশ সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের আবেদন জানিয়েছিলো ভারত ৷ এককথায় সেই আবেদন নস্যাৎ করে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ পাকিস্তান জানিয়েছে ভারতের যা ব্যবহার তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক প্রশাসন ৷
শনিবার এই খবর জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ৷ আইসল্যান্ডে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ যাবেন সুইৎজারল্যান্ড, স্লোভানিয়াতেও ৷ সোমবার থেকে এই সফর শুরু ৷ সেখানে ভারতের জাতীয় আলোচ্য বিষয় নিয়েই মূলত আলোচনা হবে ৷ মূলত পুলওয়ামা আক্রমণের নিরিখেই এই আলোচনা শুরু হবে ৷
পাক সংবাদমাধ্যমে জানানো হয়েছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ৷ ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে নিজেদের আকাশসীমা ভারতকে ব্যবহার করতে দেয় না পাকিস্তান ৷ সেদিনেই কাশ্মীরে জইশ ই মহম্মদের ফিদায়ে আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ৪০ জন জওয়ান ৷
প্রসঙ্গত, মার্চে পাকিস্তানের আকাশসীমা আংশিক খোলা হলেও ভারতীয় বিমানের জন্য এই নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷ আর একই নীতি বহাল রাখা হল রামনাথ কোবিন্দের বিমানের ক্ষেত্রেও ৷
Be the first to comment