বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের পর উত্তপ্ত রামপুরহাট। রাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। দমকলের দাবি, উদ্ধার হয়েছে ১০টি মৃতদেহ। ঘটনাস্থলে গেছে বিশাল পুলিশ বাহিনী। গতকালই জাতীয় সড়কের ধারের দোকানে চা খাওয়ার সময়, উপপ্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ মোটর সাইকেলে চেপে চার-পাঁচ জন গ্রামে চড়াও হয় । দেদার ভাঙচুর চালায় তারা। তার পর একে একে কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে পুড়েই সাত থেকে ১০ জনের মৃত্যু হয়। দুষ্কৃতীদের দল রাতভর তাণ্ডব চালায় বলেও অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানিয়ছে, সোমবার রাতে তিনটি দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার হয় আরও সাতটি দেহ। একটি বাড়ি থেকে সাত জনের দেহ উদ্ধার হয়।
Be the first to comment