রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে দেওয়া হল পুলিশি নিরাপত্তা

Spread the love

মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হল। সাঁইথিয়ার  বাতাসপুরে আশ্রয় নিয়েছেন স্বজনহারা মিহিলাল শেখ-সহ বেশ কয়েকজন।

তাঁদের বাড়ির সামনে আজ সকাল থেকে পুলিশ পাহারা বসানো হয়েছে। এদিকে রামপুরহাটকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। গ্রেফতার হয়েছে ভাদু শেখের আত্মীয় রাজেশ শেখ।

ঘটনার সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজেশ শেখকে। গতকাল রাতে রাজেশ শেখকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। 

আজ রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে তারা। অন্যদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। তারাপীঠ থানায় রাখা হয়েছে আনারুল হোসেনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*