করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই দোরগোড়ায় রমজান। পবিত্র রমজান মাসের এই উৎসবেও পড়েছে করোনার করাল ছায়া। তবু ভয়, ত্রাসকে দূরে সরিয়ে রেখেই উৎসবে সামিল হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে কিছু নিয়ম অবশ্যই মেনে চলার কথা বলা হচ্ছে হু-র তরফে। গোটা বিশ্ব জুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা পবিত্র রমজান মাসে কীভাবে উৎসব পালন করবেন, তার একটি খসড়া প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২৪শে এপ্রিল থেকে সম্ভবত শুরু হতে চলেছে রমজান।
হু-র পরামর্শ, জমায়েত এড়িয়ে চলুন। নিজেরাও কোনও জমায়েত ডাকবেন না। সামাজিক বা ধর্মীয়, কোনও ধরণের জমায়েত করা বাঞ্ছনীয় নয়। তার বদলে সোশ্যাল মিডিয়ার সাহায্যে ভার্চুয়াল জমায়েত হোক। কথা চলুক ফোনে, দেখা হোক ভিডিও কলে। ধর্মীয় জমায়েত হোক টেলিভিশনের সামনে নিজের নিজের বাড়িতে, অথবা রেডিওতে ধর্মীয় বক্তব্য শুনে শেষ হোক এবারের রমজান।
কারোর বাড়ি ইফতারে যাবেন না, কাউকে নিজের বাড়ি আসতেও দেবেন না। হাত মেলানো বা কোলাকুলি নয়, তার বদলে চলুক নমস্কার ও বুকে হাত রেখে সৌজন্য প্রকাশ। হাত নেড়ে অভিবাদন জানান। বয়স্ক মানুষরা বেশি সাবধানে থাকুন, চাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাইপার টেনশন, মধুমেহর রোগিরা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। নজর রাখুন খাওয়া দাওয়ার দিকে।
মসজিদে নয়, প্রার্থনা সারুন নিজের বাড়িতেই। এতেই নিজের ও প্রিয়জনের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন। জাকাহ বা দান করার সময় সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখুন। ইফতার পার্টি না ডেকে, খাবারের প্যাকেটের ব্যবস্থা হোক, এতে সংক্রমণের আশঙ্কা ততটা নেই। কোনও সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন।
এদিকে, ঠিক কবে থেকে শুরু হবে রমজান মাস, এবার তা জানাল ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার।’ ‘খলিজ টাইমস’-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২৪ এপ্রিল থেকেই রমজান শুরু হবে বলে জানানো হয়েছে। ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। না গিয়েছে, বিশ্বের বেশির ভাগ জায়গাতেই নতুন চাঁদের দেখা মিলবে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’-এর ডিরেক্টর মহম্মদ শওকত ওদাহ জানিয়েছেন রমজানের আগের মাস ‘শাবান মাস’ শুরু হয়েছিল ২৬ মার্চ। অর্থাৎ হিসেব মত, ২২ এপ্রিল সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে না। এরপর ২৪ এপ্রিল শুরু হবে রমজান মাস।
ভারতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে রমজান মাসে কেউ মসজিদে না যান। সংবাদসংস্থার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী মোক্তার আব্বাস নকভি আর্জি জানান যাতে রমজান মাসে সমস্ত রকম ধর্মীয় কাজকর্ম সবাই বাড়িতেই করেন। কোনও মসজিদে বা ইদগাহে কেউ না যান। তিনি বলেন, ”২৪ এপ্রিল থেকে রমজানের পবিত্র মাস শুরু হচ্ছে। আর রমজান মাসে মানুষ মসজিদে যান। কিন্তু, এখন এক সঙ্কটময় পরিস্থিতি। সৌদি আরব সহ বিশ্বের সব ইসলামিক দেশে জমায়েত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই সব ইমাম, ধর্মীয় সংগঠন ও ওয়াকফ বোর্ডগুলির সঙ্গে কথা বলেছি।”
Be the first to comment