সম্পত্তির দখল নিয়ে বিবাদ উঠল চরমে। বৃদ্ধা মায়ের উপর জোরজবরদস্তি করেই থেমে থাকল না মেয়ে, একেবারে তাঁর গলা টিপে ধরল। ওই কাজে মেয়েকে সঙ্গ দিল বৃদ্ধার বৌমাও। বৃদ্ধাকে নির্মম ভাবে মারধর করার অভিযোগে তাঁর বড় মেয়ে এবং নাতবৌয়ের বিরুদ্ধে রানাঘাট মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধার পরিবারের লোকজন।
হাঁসখালি থানার হরিণডাঙ্গা গ্রামের বাসিন্দা এলোকেশী খাঁ। বয়স ৮২ বছর। স্বামী মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ২২ বছর ধরে ছোটমেয়ের কাছেই থাকতেন বৃদ্ধা। তাঁর সমস্ত সম্পত্তি তিনি দুই মেয়ের মধ্যে সমান ভাগ করে দিয়েছিলেন। বাকি ছিল ৫২ শতক জমি। এই জমির দখল নিয়েই শুরু হয় বিবাদ।
স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার বড় মেয়ে রিনা এবং তাঁর নাতবৌ নীলিমা দু’জনেই চাইতেন জমিটা তাঁদের নামে লিখে দেওয়া হোক। এই নিয়ে প্রায়ই বৃদ্ধাকে জোরজবরদস্তি করতেন তাঁরা। গত ২৪ জুলাই যখন বৃদ্ধা বাড়িতে একা ছিলেন তাঁর উপর চড়াও হন রিনা ও নীলিমা। অভিযোগ, তাঁকে মারধর করে গলা টিপে ধরেন দু’জনেই। তার পর জোর করে টিপ সই নিয়ে জমি নিজেদের নামে লিখিয়ে নেন।
ঘটনার পর ভয়ে ওই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বৃদ্ধা। রিনা ও নীলিমা দু’জনেই পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Be the first to comment