র‍্যানব্যাক্সির প্রাক্তন কর্তা গ্রেপ্তার

Spread the love

র‍্যানব্যাক্সির প্রাক্তন কর্তা শিভিন্দার সিং-কে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ৭৪০ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে হয়েছে জানা গেছে। ঘটনায় শিভিন্দরের দাদা মলভিন্দরকে খুঁজছে পুলিশ। অগাস্টে ইডি-র তরফে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়।

চলতি বছরের মেয়ে মাসে দিল্লি পুলিশের কাছে শিভিন্দর ও মলভিন্দরের বিরুদ্ধে ৭৪০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলা করে একটি বেসরকারি সংস্থা। যার পরিপ্রেক্ষিতে ইডি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় আজ শিভিন্দরকে গ্রেপ্তার করা হয়।

শিভিন্দর ও মলভিন্দরের বাবা ব়্যানব্যক্সির প্রতিষ্টা করেন। বাবার পর তাঁরা দায়িত্ব পান। কিন্তু ২০০৮ সালে ব়্যানব্যাক্সিকে তাঁরা বিক্রি করে দেন জাপানের একটি সংস্থাকে। র‍্যানব্যাক্সি ছাড়াও তাঁদের ফর্টিস হাসপাতালের ব্যবসা ও রেলিগেয়ার নামে একটি আর্থিক সংস্থা ছিল। আর্থিক সমস্যার জেরে দু’টি ব্যবসাতেই সমস্যায় পড়েন তাঁরা।

চলতি বছর সুপ্রিম কোর্ট জানায়, শিভিন্দর ও মলভিন্দরকে জেলে যেতে হতে পারে, কারণ র‍্যানব্যাক্সিকে যে সংস্থার কাছে তাঁরা বিক্রি করেছিল তাদের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে। ওই সংস্থা সিঙ্গাপুরের একটি ট্রাইবুনালে শিভিন্দর ও মলভিন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এরপরই ২০১৮ সালে ফর্টিস হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেন দুই ভাই। ওই বছরই সেপ্টেম্বর মাসে শিভিন্দর তাঁর দাদা মলভিন্দরের বিরুদ্ধে অদক্ষ পরিচালনার কারণে মামলা দায়ের করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*