ছবি সৌজন্যে- (এএনআই)
ভারতের বহুত্ববাদ, সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষতার কথা মনে করিয়ে দিয়ে আরএসএস -কে সত্যের পথ দেখিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। শুধু তাই নয়, মোদী সরকারকে রাজধর্ম পালনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। তিনি মূলত প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন, জনগণের কল্যাণেই প্রধানমন্ত্রীর কল্যাণ। বৃহস্পতিবার নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্য শেষে কংগ্রেসের তরফে এমনই বিবৃতি দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা।
তিনি আরও বলেন, আরএসএস-কে ভারতের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রণববাবু। তিনি আরএসএস-কে শিখিয়েছেন ভিন্ন ধারণা, ধর্ম এবং ভাষার প্রতি সহিষ্ণুতার মধ্যেই ভারতের সৌন্দর্য নিহিত আছে। তবে আরএসএস কী তা শুনতে প্রস্তুত? কাজ এবং চিন্তায় নিজেদের ভুল স্বীকার করতে কি তারা প্রস্তুত?
Be the first to comment