কায়রোর ফিল্ম ফেস্টিভ্যালে বিপদে পড়লেন মিশরের অভিনেত্রী

Spread the love
যে কোনও ফিল্ম ফেস্টিফ্যাল বা অ্যাওয়ার্ড সেরিমনিতে ঝাঁকে ঝাঁকে তারকা দেখতে আমরা অভ্যস্ত। তাঁরা রেড কার্পেটে হাঁটেন, ফোটো শ্যুট করেন, ক্যামেরার দিকে তাকিয়ে চুমু ছুড়ে দেন। কে কে এলেন, কার সঙ্গে হাত ধরাধরি করে রেড কার্পেটে হাঁটলেন, কোন ডিজ়াইনারের গাউন পরলেন, কতটা ক্লিভেজ দেখা গেল, সব খুঁটিনাটি এখন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার হাত ধরে সাধারণ মানুষের নখদর্পণে।
শুধু হলিউড নয়, এখন বলিউডেও একই সংস্কৃতি। পুরো ব্যাপারটাই এখন আন্তর্জাতিক। তাই তুলনামূলক ভাবে রক্ষণশীল সংস্কৃতির দেশ হলেও বলিউডের অনুষ্ঠানে ক্লিভেজ বা পা দেখা যাওয়া নিয়ে কোনও ছুৎমার্গ নেই আর।
কিন্তু মিশরে আছে। কায়রোর ফিল্ম ফেস্টিভ্যালে উরু পর্যন্ত পা দেখিয়ে বিপদে পড়েছেন সে দেশের এক অভিনেত্রী। তাঁর নাম রানিয়া ইউসুফ। মধ্য চল্লিশের সুন্দরী রানিয়া কায়রোর একটি অনুষ্ঠানে এসেছিলেন কালো চোখ ধাঁধানো একটি গাউন পরে। সেই গাউনের নীচের অংশ পাতলা নেট দিয়ে তৈরি। ফলে গাউনের ভিতর দিয়ে অনায়াসেই দেখা যাচ্ছিল রানিয়ার সুঠাম পা দুটি। তাতে প্রচণ্ড ক্ষুব্ধ কায়রোর কিছু মানুষ। একদল আইনজীবী রানিয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।
তবে প্রায় সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন রানিয়া। তিনি বলেছেন, তিনি তাঁর ফ্যাশন ডিজ়াইনারদের সঙ্গে কথা বলেই পোশাকটি পরেছিলেন। তবে তাঁর ডিজ়াইনারেরা হয়তো আন্তর্জাতিক রীতি মেনে তাঁকে পোশাক তৈরি করে দিয়েছেন। রানিয়া বলেছেন, তিনি নিজে একজন মিশরীয়। সে দেশে জন্মেছেন ও বড় হয়েছেন। তিনি সেখানকার মূল্যবোধের সঙ্গে পরিচিত। ক্ষমা প্রার্থনা করে নেওয়ায় রানিয়ার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে।
মিশর আগে তুলনামূলক ভাবে একটু উদার ছিল। কিন্তু ধীরে ধীরে উগ্র রক্ষণশীলতা ও ধর্মীয় গোঁড়ামি বেড়ে যাচ্ছে সেখানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*