দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রঞ্জন গগৈর নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি। অভিজ্ঞতা সহ অন্যান্য যোগ্যতামান বিচার করে তাঁর নাম সুপারিশ করেন বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির মেয়াদ পূর্ণ হওয়ার কমপক্ষে ৩০ দিন আগে উত্তরসূরীর নাম বিবেচনার জন্য পাঠাতে হয়। যাতে পরবর্তী প্রধান বিচারপতি নির্বাচন নিয়ে কোনও জটিলতা তৈরি না হয়। সেই মতো শনিবার দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদের জন্য রঞ্জন গগৈর নাম সুপারিশ করেন তিনি। এখন শুধু কেন্দ্রের সম্মতির অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ অক্টোবর তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রসঙ্গত, এখন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্য সব থেকে সিনিয়র হলে বিচারপতি গগৈ। কে হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রের মেয়াদ শেষ হবে অক্টোবরে। একসময় বিরোধীদের অভিযোগ ছিল, এব্যাপারেও ছড়ি ঘোড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। তখন সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, সরকার কোনও রাখঢাক করছে না। উত্তরসূরীর নাম সুপারিশ করবেন বর্তমান প্রধান বিচারপতি। তিনি সুপারিশ করলে আমরা আলোচনা করব। সুকৌশলে বল ঠেলে দেন বিচার বিভাগের কোর্টেই।
Be the first to comment