পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে যেতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সোমবার তিনি বলেন, প্রয়োজনে আমি জম্মু ও কাশ্মীরের হাইকোর্টে গিয়ে সেখানে কাজকর্ম কেমন চলছে, তা দেখতে যেতে পারি। পাশাপাশি জম্মু ও কাশ্মীর হাইকোর্ট থেকে সেখানে চলা কাজকর্মের বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন প্রধান বিচারপতি। আজ শিশু অধিকার কর্মী এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে শুনানি হয় সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন এই মন্তব্য করেন রঞ্জন গগৈ।
এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবী হুজেফি আহমাদি এদিন আদালতে বলেন, জম্মু ও কাশ্মীরে ৬ থেকে ১৮ বছরের শিশু ও কিশোরীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বলে, বিষয়টি স্থানীয় স্তরের। মামলাটি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে কেন দায়ের করা হয়নি? এই বিষয়টি হাইকোর্টও খতিয়ে দেখতে পারে। এর জবাবে এণাক্ষীর আইনজীবী বলেন, হাইকোর্টে যাওয়া আমাদের পক্ষে খুব কঠিন।
প্রধান বিচারপতি বলেন, জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাওয়া কেন কঠিন হয়ে গেছে? কেউ কি পথে বাধা দিচ্ছে? আমরা জানতে চাই। প্রয়োজনে আমি নিজে জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব। এরপর সুপ্রিম কোর্ট জম্মু ও কাশ্মীর হাইকোর্টের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট চায়। রঞ্জন গগৈ বলেন, রিপোর্ট পাওয়ার পরে আমি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যাব। পাশাপাশি প্রধান বিচারপতি এণাক্ষী গঙ্গোপাধ্যায়ের আইনজীবীকে বলেন, যদি জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতির রিপোর্ট অন্য কথা বলে তবে ফলাফলের জন্য তৈরি থাকুন।
Be the first to comment