বিদর্ভ ক্রিকেটের কাছে এক সুন্দর মুহূর্ত তৈরী হল বৃহস্পিতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে। প্রথম বার তারা রঞ্জি ফাইনালে খেলার সুযোগ পেলো। এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। আজ সেমিফাইনাল ম্যাচের শেষ দিনে কর্ণাটককে মাত্র ৫ রানে হারিয়ে দিলো। ফাইনালে দিল্লীর বিরুদ্ধে মুখোমুখি হবে বিদর্ভ। ৮ বারে চ্যাম্পিয়ান কর্ণাটকের জেতার জন্য দরকার ছিলো মাত্র ১৯৮ রান। বিদর্ভ পেসার রাজনীশ গুরবানির দাপটে কর্ণাটকের দ্বিতীয় ইনিংস ১৯২ রানে শেষ হয়ে যায়। রাজনীশ ৬৮ রানের বিনিময়ে ৭ উইকেট দখল করেন। প্রথম ইনিংসেও রাজনীশ ৫ উইকেট নিয়েছিলেন। সমগ্র ম্যাচে তার বোলিং ফিগার ১২/১৬৮।
অন্য একটি রঞ্জি সেমিফাইনালে দিল্লী হারিয়েছে বাংলাকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিদর্ভঃ ১৮৫ ( জাফর ৩৯; অভিমন্যু মিঠুন ৫-৪৫) এবং ৩১৩ (গনেশ সতিশ ৮১, আদিত্য সরয়াতে ৫৫, বিনয় কুমার ৩-৭১)
কর্ণাটকঃ ৩০১ (করুণ নায়ার ১৫৩, সিএম গৌতম ৭৩, রাজনীশ গুরবানি ৫-৯৪) এবং ১৯২ ( বিনয় কুমার ৩৬, অভিমন্যু মিঠুন ৩৩, রাজনীশ গুরবানি ৭-৬৮)
Be the first to comment