ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আজ শুক্রবার রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনের ৭২ ওভার খেলা হয়ে গিয়েছে। দিল্লী ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে। দিল্লী আট বার রঞ্জি চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্যে প্রথম বার ফাইনালে ওঠা বিদর্ভের সাথে মুখোমুখি হচ্ছে। সকালে বিদর্ভ টসে জিতে দিল্লীকে ব্যাট করতে পাঠায়। শুরুতেই দিল্লীর ওপেনার কুনাল চান্ডেলাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন বিদর্ভের বোলার আদিত্য ঠাকারে। এরপর নির্ভরযোগ্য ব্যাটসম্যান গৌতম গম্ভীরও ফিরে যান দলীয় ৩০ রানের মধ্যে। গৌতম গম্ভীর মাত্র ১৫ রান করেন। তারপর নিতিশ রানা, অধিনায়ক ঋষভ পন্থ ফিরে যান অল্প রান করে। দলের ৯৯ রানের মাথায় দিল্লীর ৪ মূল্যবান উইকেটের পতন ঘটে। আদিত্য ঠাকারে ২ উইকেট নেন। তারপর হাল ধরেন দুই ব্যাটসম্যান হিম্মত সিং এবং ধ্রুব শোরে। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। কিন্তু দলের ২১৩ রানের মাথায় হিম্মত সিং ৬৬ রানে আউট হয়ে যান। ধ্রুব শোরে ৮৪ রান করে ব্যাট করছেন।
Be the first to comment