একসময়ের সহকর্মী তাপস পাল আর নেই। আর এই খবরটা মেনে নিতে পারছেন না অভিনেতা রঞ্জিত মল্লিক। খবরটা পাওয়ার পর থেকেই দুঃখে ভেঙে পড়েছেন তিনি। মঙ্গলবার ভোর ৩ টে ৫১ মিনিটে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। একসময়ের সহকর্মীর মৃত্যুর খবরে শোকাহত অভিনেতা রঞ্জিত মল্লিকও।
রঞ্জিত মল্লিক বলেন, আমিও তো কলকাতায় নেই। আজকেই ফিরব। খবরটা শুনে খুব খারাপ লাগছে। আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। সব ছবিই জনপ্রিয়। তার মধ্যে গুরুদক্ষিণার মতো সিনেমাও রয়েছে। খবরটা শুনে মন খারাপ হয়ে গেল। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি তো। আর কী বলব বলুন? আত্মার শান্তি কামনা করি।
প্রসঙ্গত, ২৮ জানুয়ারি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাপস পাল। তাঁর ফেরার কথা ছিল ২ ফেব্রুয়ারি। কিন্তু বিমান ধরার আগেই বুকে ব্যথা শুরু হয়। তখন থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপর আজ ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Be the first to comment