অবিশ্বাস্য ভাবে দিল্লি মহিলা কমিশনের কয়েকশো পুরুষ সদস্য শর্টস পরে রাস্তায় হাঁটলেন। এই মিছিলের উদ্দেশ্য রেপ রোকো আন্দোলনকে সমর্থন জানানো।
প্রসঙ্গত, জানুয়ারি মাসে ৮ মাসের এক শিশুকন্যার নৃশংস ধর্ষণের পর দিল্লি মহিলা কমিশন শুরু করেছে রেপ রোকো আন্দোলন। তার সমর্থনে পুরুষরা শুরু করেছেন এই বক্সার র্যালি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই প্রচারকে সমর্থন জানিয়েছেন। তাঁদের স্লোগান ছিল, পোশাক ধর্ষণের কারণ নয়, অসুস্থ মানসিকতাই কারণ। মান্ডি হাউস থেকে সেন্ট্রাল পার্ট পর্যন্ত এই মিছিল চলে।
Be the first to comment