রবিবার আরজি কর কাণ্ডে রাসবিহারীতে ৫২ টি স্কুলের প্রাক্তনীদের মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক:-

মন থেকে চাওয়া কোনো ইচ্ছে শত বাঁধাতেও ফিকে হয়না, সেটায় প্রমাণিত হলো আর জি করের ঘটনায়। একমাস পূর্ণ হচ্ছে, কিন্তু ফিকে হয়ে যায়নি প্রতিবাদের স্পৃহা। তার ই প্রমাণ পাওয়া গেলো রাসবিহারিতে কলকাতার ৫২ টি স্কুলের প্রাক্তনীদের মিছিলে ।গানে-স্লোগানে প্রতিবাদ কর্মসূচি চালান তাঁরা। কোনও দলীয় পতাকা বা রং ছাড়াই এগিয়ে যায় বিপুল জনস্রোত। তবে নিজের স্কুলের নাম লেখা ব্যানার সকলেই সামনে ধরে থাকেন গর্বের সঙ্গে।
সুসংবদ্ধ মিছিল করে এগিয়ে যান রাজপথে। অন্ধকার নেমে এলে মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে যান তাঁরা।তাঁদের স্লোগান, ‘বিশ্বজুড়ে সবার স্বর, জাস্টিস ফর আরজি কর!’
একদিকে প্রাক্তনীদের মিছিল,অন্যদিকে টলিপাড়ার মিছিল কলকাতার বুকে যানজট সৃষ্টি করলেও সাধারণ মানুষের এতটুকু বিরক্তি নেই, কারণ আজ তারাও অপেক্ষায় সঠিক বিচারের।
আজ, রবিবার রাতে ফের ১৪ অগস্টের মতো মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।
শুধু তাই নয় প্রতিবাদের তালিকাতে আজ রিক্সাওয়ালা রাও রয়েছেন। হেঁদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তাদের মিছিল চলে। ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’- এটাই তাদের কর্মসূচির নাম

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*